‘প্রীতিলতা” সিনেমাটি তে কেন্দ্রীয় প্রীতিলতার চরিত্রে অভিনয় করেছেন পরীমণি এবার জানা যায়, ছবিটিতে পরীর বিপরীতে অভিনয় করছেন ‘গহীন বালুচর’ খ্যাত অভিনেতা আবু হুরায়রা তানভীর।
উল্লেখ্য’ পরীর সাথে আগেও এডভেঞ্চার অব সুন্দরবন সিনেমায় অভিনয় করেছেন তানভীর।
গতকাল রোববার থেকে রাজধানীর উত্তরায় ছবিটির শুটিং শুরু হয়। সেখানে শুটিংয়ে অংশ নেন পরীমনি ও তানভীর।
তানভীর বলেন, শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পর্কে আমরা সবাই জানি। এরকম একটা মানুষের জীবনের গল্পে নির্মিত সিনেমায় আমি কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। পরিকল্পনায় এগুচ্ছে সবকিছু ঠিক থাকলে এটা একটা দারুণ কাজ হবে আমার ক্যারিয়ারে; এটুক বিশ্বাস করি।
তিনি আরও বলেন, ছবিটির মুল গল্পই শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারকে ঘিরে; তিনিই গল্পের নায়ক। তাই ছবিটিতে নিজেকে নায়ক হিসেবে দেখছি না। তবে এখানে আমার বিপরীতে পরী-ই আছেন। তার সঙ্গেই আমার সখ্যতা, প্রেম, পরিণতি দেখানো হবে।