ফরিদপুরের আলফাডাঙ্গায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে হারুন শেখ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ(২৮ নভেম্বর) সকালে বোয়ালমারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, গত ২৬ নভেম্বর সন্ধ্যায় অষ্টম শ্রেণির ওই ছাত্রী নিজ বাড়িতে লেখাপড়া করার সময় একই গ্রামের কামাল শেখের ছেলে হারুন শেখ কৌশলে ঘরে ঢুকে ভয়ভীতি দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ করে এবং তা মোবাইলে ধারণ করে।
কাউকে কিছু না বলার হুমকি দেন হারুন। কাউকে কিছু বললে মোবাইলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকি দেয় হারুন। ভুক্তভোগীর পরিবার গতকাল থানায় মামলা দায়ের করলে হারুন শেখকে গ্রেফতার করে পুলিশ।
আলফাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ভুক্তভোগী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে হারুন শেখকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী ওই ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।