টাঙ্গাইলের মির্জাপুরে বনের ভেতর অবৈধভাবে গড়ে ওঠা কাঠ পুড়িয়ে কয়লা তৈরির চুল্লি ভেঙে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
চুল্লির মালিক মোশারফ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, উপজেলার বাশঁতৈলের গায়রাবাতিল এলাকায় বনের ভেতর অবৈধভাবে চুল্লি তৈরি করে কাঠ পুড়িয়ে কয়লা বানানো হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত৷ চুল্লির মালিক মেসের উদ্দিনের ছেলে মো. মোশারফ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চুল্লিটি ভেঙেও দেয়া হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেন জানিয়েছেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।