বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের দক্ষিণ রাফিয়াদি গ্রামে বৌভাত অনুষ্ঠানে মাংস কম দেয়াকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
আজাহার মীর (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি সম্পর্কে বরের চাচা হন।
উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনার পরপর পুলিশ বৌভাত অনুষ্ঠান থেকে ১৬ জনকে আটক করেছে। আজ(৫ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বরিশাল নগরীর কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকার আবুল কালাম হাওলাদারের মেয়ে রুনা বেগমের সঙ্গে ২দিন আগে দক্ষিণ রফিয়াদি গ্রামের মোতাহার মীরের ছেলে সজিব মীরের বিয়ে হয়। দুপুরে বৌভাত অনুষ্ঠান হয়। খাওয়ার সময় মাংস কম দেয়ার অভিযোগ নিয়ে কনের বাড়ি থেকে আসা মেহমানদের প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ২পক্ষের হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। পরবর্তীতে তারা মারামারিতে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ সময় বরের চাচা আজাহার মীর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বরিশাল মেট্রোপলিটন বিমান বন্দর থানা পুলিশের পরিদর্শক শাহ মো. ফয়সাল হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ বৌভাত অনুষ্ঠান থেকে নারী-পুরুষসহ ১৬ জনকে আটক করেছে।
আজাহার মীরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি মামলার প্রক্রিয়া চলছে।