বাংলা একাডেমি প্রবর্তিত ৩টি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ বছর ৩ গুণীব্যক্তিত্ব পাচ্ছেন পুরস্কারগুলো।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- লেখক রফিক কায়সার, শাহরিয়ার কবির ও কবি জুলফিকার মতিন।
আজ একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শাহরিয়ার কবির পাচ্ছেন ‘কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার’, রফিক কায়সার পাচ্ছেন, ‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার’, ও জুলফিকার মতিন পাচ্ছেন ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার’।
আগামী ২৬ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৩তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার ৩টি প্রদান করা হবে।