বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ঘুমন্ত বাবা-মায়ের পাশ থেকে ১৭ দিন বয়সী সোহানা নামে এক নবজাতক চুরি হয়েছে। সোহানা আক্তার গাবতলা গ্রামের দরিদ্র জেলে সুজন খান ও শান্তা আক্তার দম্পতির সন্তান।
গতকাল(১৫ নভেম্বর) মধ্যরাতে মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের গাবতলা গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
সুজন খান ও শান্তা আক্তার বলেন, গতকাল রাতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। সোহানাকে তাদের দুজনের মাঝখানে শোয়ানো ছিল। রাতে কয়েকবার দুধও খাইয়েছেন ও তার মা। রাত ২টার দিকে হঠাৎ উঠে দেখেন তাদেরমেয়ে নেই।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, বাবা-মায়ের কোল থেকে হারিয়ে যাওয়া নবজাতক সোহানাকে উদ্ধার করতে ভোর ৪টা থেকেই অভিযান শুরু করা হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি, নবজাতকে খুঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা চলছে। হারিয়ে যাওয়া নবজাতকের বাবা সুজন খানের আগেও বিয়ে হয়েছিল। ওই স্ত্রীরও ২বছরের একটা মেয়ে রয়েছে। সন্তান হারিয়ে যাওয়া পারিবারিক কোনো ষড়যন্ত্র কিনা আমরা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।