রাজধানীর মেরুল বাড্ডায় গাড়ি ও স্বর্ণ ব্যবসায়ী মনিরুল ইসলাম ওরফে গোল্ডেন মনিরের বাসায় অভিযান চালিয়েছে র্যাব।
গতকাল(২০ নভেম্বর) রাত ১০টার পর র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে এ অভিযান শুরু হয়। মনিরের ব্যবসা প্রতিষ্ঠানেও অভিযান চালানো হচ্ছে।
র্যাব জানিয়েছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোল্ডেন মনিরের বাড়িতে অভিযান চালানো হচ্ছে। তার ৬তলা ভবনের বাসায় প্রতিটি ফ্লোরে তল্লাশি চালানো হচ্ছে।
র্যাব জানিয়েছে, অভিযান শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।