রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মেছোঘাট এলাকায় ট্রাকচালক জামাল সরদারকে (৩২) কুপিয়ে তার হাতের আঙুল কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
আহত অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রাত ৮টার দিকে মেছোঘাটের বড় চর বেনীনগর এলাকায় এ ঘটনা ঘটে।
ট্রাকচালক জামালের ভাই মমিন বলেন, তার ভাই ট্রাক চালান। বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে বালু আনা-নেয়া করেন। ২ মাস আগে স্থানীয় কিছু যুবক তার ভাইয়ের কাছে চাঁদা দাবি করে। তারা ধারণা করছেন হয়তো সেই জের ধরে আজ তার ওপর হামলা করে আঙুল কেটে দিয়েছে।
এছাড়া তার ২ পায়েও কুপিয়েছে দুর্বৃত্তরা। এ বিষয়টি তাৎক্ষণিকভাবে তারা পুলিশকে জানিয়েছেন এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এসএম শাহাদাত মিরাজ বলেন, বড় ধরনের জখম হলেও তিনি এখন আশঙ্কামুক্ত। তবে তার ডান হাতের একটি আঙুল কাটা অবস্থায় আনা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, মেছোঘাটা এলাকায় বালুর ট্রাক চলাচল নিয়ে ২পক্ষের মারামারি হয়েছে। এ ঘটনায় একজন হাসপাতালে আছে। মৌখিকভাবে বিষয়টি তিনি জেনেছেন। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে।