সিলেটে বাসের চাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১জন আরোহী গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন-মাসুম আহমেদ (২৮) ও তারেক আহমদ (৩০)। তারা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা এলাকার বাসিন্দা।
আজ (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের বিশ্বনাথের রশিদপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিলেটগামী যাত্রীবাহী বাস হবিগঞ্জ এক্সপ্রেস ঘটনাস্থলে পৌঁছানো মাত্র বিশ্বনাথ থেকে রশিদপুর মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে ওঠা মোটরসাইকেলটি বাসের সামনে পড়ে যায়। এতে চাপা পড়ে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয় এবং ১জন গুরুতর আহত হন।
৩জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে গেছেন।