বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, মশাল মিছিল থেকে পুলিশ ৪জনকে আটক করেছে।
আজ (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করেন।
রুহুল কবির রিজভী, অ্যাডভোকেট নিপুণ রায় ও আসাদুল করিম শাহীনের নেতৃত্বে মিছিলটি নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে কাকরাইল মোড়ের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়।
পুলিশের লাঠিপেটায় গোলাম মওলা শাহীন, কাউসার, সোহেলসহ ৫-৬ জন নেতাকর্মী আহত হন। এ সময় পুলিশ যুবদল নেতা শরীফসহ ৪জনকে আটক করেছে।
রিজভী জানান, মশালে আগুন ধরিয়ে মিছিল শুরু করলে পুলিশ হামলা করে ৫-৬জনকে আহত করেছে। পুলিশ ৪জনকে আটক করেছে।