শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নার্সিং হোস্টেল থেকে লাইজু আক্তার (২৭) নামের এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
হোস্টেলের বাথরুমে থাকা কাপড় রাখার এঙ্গেলের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।।
আজ(১৬ জানুয়ারি) দুপুরে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল (১৬ জানুয়ারি) রাতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতাল মর্গে নেয়া হয়। ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
লাইজুর চাচা জুলহাস উদ্দিন জানান, তানভীর নামে সেনাবাহিনীর চাকরিচ্যুত ও বিএসএমএমইউ’র ৪র্থ শ্রেণির এক কর্মচারী বেশ কিছুদিন ধরে প্রেমের প্রলোভন দেখিয়ে লাইজুকে বিভিন্ন সময় মানসিকভাবে টর্চার করে আসছিল। এ বিষয় নিয়ে স্বামী মো. সুজনের সঙ্গে তার প্রায়ই কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।