ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরে একমাত্র ছেলের বিয়ের দিন মায়ের মৃত্যু হয়েছে।
আজ(১ জানুয়ারি) সকালে জেলা সদর হসপাতালে নাজমা বেগম (৪৭) নামে ওই নারীর মৃত্যু হয়েছে।
নাজমা বেগম ওই এলাকার কালাম মৃধার স্ত্রী। ছেলের বিয়ের দিন মায়ের মৃত্যুতে বিয়ের আনন্দ গভীর শোকে পরিণত হয়েছে।
জানা গেছে, আজ কালাম-নাজমা দম্পতির একমাত্র ছেলে মাহবুব রনির বিয়ে ছিল। গতকাল (৩১ ডিসেম্বর) রাতে তাদের বাড়ি আত্মীয়-স্বজনে ভরা ছিল। আজ সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নাজমা বেগম। পরে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাজমার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিয়ে বাড়িতে শোকের ছায়া নেমে আসে। জুমার নামাজের পর জানাজা শেষে নাজমা বেগমের মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।