পুত্রসন্তানের আশায় ভারতের ঝাড়খণ্ডে ৬ বছর বয়সের এক কন্যা শিশুকে খুন করেছে তার পিতা।
কুসংস্কারে বিশ্বাস করে, এক ওঝার পরামর্শে পুত্রসন্তান পাওয়া যাবে এমন বিশ্বাসে তিনি তার নিজের মেয়েকে খুন করেছেন।
জানা যায়, ভারতের ঝাড়খণ্ডের রাঁচি শহরের লোহারডাঙার সুমন নেগাসিয়া (২৬) পেশায় একজন শ্রমিক। তিনি পুত্র সন্তান লাভের আশায় এক ওঝার সংস্পর্শে আসেন। সেই ওঝা তাকে পরামর্শ দেন যে, কন্যা সন্তানকে হত্যা করলে তিনি পুত্রসন্তানের অধিকারী হতে পারবেন। অন্ধ বিশ্বাস করে ওঝার পরামর্শে সে তার আপন মেয়েকে খুন করে। সুমনের স্ত্রী বাপের বাড়িতে থাকায় তাকে বাধা দেয়ার মতো এমন কেউ ছিল না।
এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে সুমনকে গ্রেফতার করেছে। শিশুটির লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওঝাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
খবর ভারতীয় গণমাধ্যম