ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে এরই মধ্যে টেকটিক্যাল বেল্টের ব্যবহার শুরু হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশেরও (আরএমপি) এবার হাতে কিংবা কাঁধে ভারী বন্দুক নিয়ে দায়িত্বপালনের দিন ফুরিয় আসছে।
ট্যাকটিক্যাল বেল্ট পরে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে মাঠে নামবেন আরএমপি’র সদস্যরা।
আজ (৯ জানুয়ারি) সকালে ‘ফায়ারিং অব আর্মস’ প্রশিক্ষণের উদ্বোধনীতে এসব কথা বলেছেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক।
পঞ্চম ব্যাচের এ প্রশিক্ষণে ৫০ জন প্রশিক্ষণার্থী পুলিশ সদস্য অংশ নিয়েছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরএমপির উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক) সাইফুদ্দিন শাহীন, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মনিরুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া বিভাগ) মোহাম্মদ রকিবুল ইসলাম হাসান ইবনে রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে আরএমপি কমিশনার জানান, বাংলাদেশের প্রতিটা ইঞ্চি নিরাপদ রাখতে পুলিশ অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে।
পুলিশের মহাপরিদর্শক আধুনিক পুলিশের রূপকার। ‘হ্যান্ডস ফ্রি ট্যাকটিক্যাল বেল্ট’ প্রচলনের মাধ্যমে বাংলাদেশ পুলিশ আধুনিকতার যুগে প্রবেশ করেছে। পুলিশের হাত মুক্ত হচ্ছে। ট্যাকটিক্যাল বেল্ট পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিক সহায়তার হাত বাড়িয়ে দিতে পারবে।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণ গ্রহণ করে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে জনগণকে মানসম্মত সেবা দিতে হবে।