রাজধানীর মতিঝিলে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন- মো. মুকুল ব্যাপারী (৪৫) ও রত্না বেগম (৩৫)।
তাদের কাছ থেকে সাড়ে ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গতকাল (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় মতিঝিলের আরামবাগ থেকে তাদের গ্রেফতার করে গোয়েন্দা গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম।
অতিরিক্ত উপপুলিশ কমিশনার এসএম রেজাউল হক জানান, গ্রেফতারকৃতরা কক্সবাজার থেকে ইয়াবা এনে রাজধানী ও আশপাশ এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করত। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে।