পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে সর্তকবার্তা দিয়েছেন রাজশাহী নগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক।
আজ সকালে আরএমপির পুলিশ লাইন মাঠে মাস্টার প্যারেড পরিদর্শনে গিয়ে আরএমপি কমিশনার জানান, ডোপ টেস্টের উদ্যোগ নেয়া হয়েছে। সন্দেহজনক মনে হলেই টেস্ট করা হবে। মাদক নেয়ার প্রমাণ মিললে শাস্তি হবে। মাদক ব্যবসায়ীদের সাথে সম্পৃক্ততা পাওয়া গেলেও ছাড় দেয়া হবে না।
আরএমপি কমিশনার আরও জানান, পুলিশ হবে জনবান্ধব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার সেই নির্দেশনা দিয়ে যাচ্ছেন। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। কাজেই আমাদের তার নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।