মাদারীপুরের শিবচরে ট্রাকের ধাক্কায় ২মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের আড়িয়াল খাঁ সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, আজ সন্ধ্যা ৭টার দিকে শিবচরের আড়িয়াল খাঁ সেতু সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের সার্ভিস লেনে একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী আমির ভাঙ্গি নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আয়নাল ভাঙ্গিসহ আরও একজনকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আয়নাল ভাঙ্গিকে ও মৃত ঘোষণা করেন।
শিবচর হাইওয়ে থানার ওসি সোহরাব হোসেন জানান, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে ১জন ও হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।