মানিকগঞ্জের ঘিওরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই অভিযোগের প্রেক্ষিতে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ (৩ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (২ নভেম্বর) বিকেলে ৫বছরের শিশুকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী ওই কিশোর। এ সময় বাড়িতে অন্য কেউ ছিল না। পরে শিশুটি তার মাকে ঘটনাটি জানায়।
সন্ধ্যায় শিশুটির চাচা বাদী হয়ে ঘিওর থানায় মামলা করলে রাতেই অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে পুলিশ। আজ দুপুরে তাকে আদালতে তোলা হলে জামিন নামঞ্জুর করে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন বিচারক।
মামলার তদন্ত কর্মকর্তা ঘিওর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সালাম জানান, নির্যাতনের শিশুটি বর্তমানে হাসপাতালে ভর্তি আছে। তার ডাক্তারি পরীক্ষা এবং আদালতে জবানবন্দি রেকর্ড করা হয়েছে।