করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল। হঠাৎ করে পাঁচ দিন পর তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। প্রথমে আই সি ইউ, পরে ভেন্টিলেশনে দিতে হয়। মস্তিষ্কে সংক্রমণ কোনোমতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। বরং কিডনি কাজ করা বন্ধ করে দিতে থাকে। এরপর শুরু হয় ডায়ালিসিস।
তাতেও কোন অবস্থার উন্নতি হয়নি। এমনকি তার হিমোগ্লোবিন মাঝে মধ্যেই কমে যেতে থাকে।
গতকাল দুপুরের পর থেকে অভিনেতার শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। হার্ট স্বাভাবিক ভাবে কাজ করা বন্ধ করে দিয়েছে। হার্ট রেট অনেকটাই বেড়ে যায়, কমে যায় রক্তচাপ। ভেন্টিলেশনে অক্সিজেনের মাত্রা বাড়াতে হয়।