মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় একটি চিত্রা হরিণের মৃত্যু হয়েছে।
গতকাল রাতের কোনো একসময় ভানুগাছ সড়কে ঘটনা ঘটেছে।
আজ সকালে হরিণটির মরদেহ উদ্ধার করে নিয়ে যায় বন বিভাগ।
স্থানীয় সূত্র জানা গেছে, সকালে একজন সাইক্লিস্ট ভানুগাছ সড়ক দিয়ে যাওয়ার সময় হরিণটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ৯৯৯ কল করে সহকারী বন সংরক্ষককে খবর দেন তিনি। খবর পেয়ে তারা হরিণের মরদেহটি উদ্ধার করেন।
মৌলভীবাজার প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন জানান, হরিণটি সম্ভবত গতকাল দিবাগত রাতে রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় মারা যায়। হরিণের মরদেহের ময়নাতদন্ত হয়েছে। আমরা লাউয়াছড়ার জানকিছড়ায় হরিণটির চামড়া সংগ্রহ করে মরদেহ মাটিচাপা দিয়ে দেব।