মৌলভীবাজারের কুলাউড়ায় এক কিশোরকে (১৬) সংঘবদ্ধভাবে বলাৎকারের অভিযোগ উঠেছে।
গতকাল (৪ নভেম্বর) রাতে ওই কিশোরের বাবা ৭জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করে কুলাউড়া থানায় মামলা করেছেন।
জানা যায়, গত সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের একটি গ্রামের বাজার থেকে ওই কিশোরকে আতিক মিয়া (১৮) নামে এক যুবক পার্শ্ববর্তী একটি মাঠে ব্যাডমিন্টন খেলার কথা বলে নিয়ে যায়। সেখানে উপস্থিত আতিকের সহযোগী আনছার মিয়া, সামাদ মিয়া, মো. শফিক, সুমন মিয়া, পাপ্পু হোসেন ও আলাউদ্দিন মিলে ওই কিশোরকে নির্জনে অন্ধকারে নিয়ে বলাৎকার করেন। এ সময় ওই কিশোর চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, কিশোরকে বলাৎকারের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।