ময়মনসিংহের গৌরীপুরে রেললাইন থেকে মাথা থেঁতলানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ ধারণা করছে, তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া হয়েছে।
আজ (৬ জানুয়ারি) সকালে গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ উদ্দিন ভূঁইয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল (৫ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকা থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ উদ্দিন জানান, রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় পলিথিনে মোড়ানো এক ছেলে নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এ খবর ছড়িয়ে পড়লে গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির টিম ঘটনাস্থলে গিয়ে মাথা থেঁতলানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে। নবজাতকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ট্রেন থেকে ফেলে দেয়ার কারণে নবজাতকের মাথা থেঁতলে গেছে। পুলিশ ঘটনাটি যথাযথভাবে তদন্ত করছে।