ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জানাজার নামাজে অন্তত ১০টি স্মার্টফোনসহ ৪ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে।
গতকাল(১২অক্টোবর) উপজেলার নিশ্চিন্তপুর খেলার মাঠে জাফর ওয়াহিদুল ইসলামের (জাফর মৌলভী) জানাজার নামাজে এই চুরির ঘটনা ঘটে।
গতকাল জাফর মৌলভীর জানাজার নামাজে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষের সমাগম ঘটে।
পকেটমার সিন্ডিকেটের সদস্যরা নামাজের বিভিন্ন কাতারে মুসল্লিদের সঙ্গে দাঁড়িয়ে পাঞ্জাবির পকেটে থাকা মোবাইল ফোন ও টাকা চুরি করে।
এক ব্যক্তির পকেট থেকে ৪ হাজার টাকা চুরির খবরও পাওয়া গেছে।
মোবাইল ফিরে পেতে কয়েকজন থানায় সাধারণ ডায়রি করবেন বলে জানা গেছে।