ময়মনসিংহের গৌরীপুরে প্রতিবন্ধী শিশুকে (১২) বলাৎকারের অভিযোগে জাহাঙ্গীর আলমের(৩৫) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল (২৩ ডিসেম্বর) রাতে শিশুর মা বাদী হয়ে গৌরীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেছেন। জাহাঙ্গীর আলম পেশায় বাসের সুপারভাইজার।
গত মঙ্গলবার (২২ ডিসেম্বর) গৌরীপুর পৌর এলাকার ইসলামাবাদ মহল্লায় এ ঘটনা ঘটে।
এ বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন।
তিনি বলেন, ‘জাহাঙ্গীর আলম মোবাইল ফোনে ছবি তোলার কথা বলে শিশুটিকে স্থানীয় একটি মাদরাসার পাশে নিয়ে যান এবং তাকে বলাৎকার করেন। এ সময় শিশুটি কান্নাকাটি শুরু করলে তাকে উদ্ধার করে স্থানীয়রা বাড়ি নিয়ে আসেন। এ ঘটনা জানাজানি হলে গতকাল রাতে শিশুটির মা বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন।’
তিনি জানান, পুলিশ মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে। এ ঘটনার পর থেকে জাহাঙ্গীর পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের যথাযথ অভিযান চলছে।