রাজধানীর যাত্রাবাড়ীতে ২ বাসের চাপায় নুরুল হক (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
আজ(১০ ফেব্রুয়ারি) সকালের দিকে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ২ বাসের ২ স্টাফকে আটক করেছে পুলিশ।
আটক মাসুদ বলেন, যাত্রাবাড়ী মোড়ে আট নম্বর রোডের বাস থামানো অবস্থায় ছিল। ওই ব্যক্তি বাসটির পেছন দিয়ে যাচ্ছিল। এ সময় আরেকটি বাস দাঁড়িয়ে থাকা বাসটিতে ধাক্কা লাগায়। এতে নুরুল হক ২ বাসের মাঝে চাপা পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।
হাসপাতাল থেকে বাস ২টির স্টাফ মাসুদ ও নুর নবীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।