সার্স ভাইরাসের কিট উদ্ভাবক ও ‘জি র্যাপিড ডট ব্লট’ কিটের উদ্ভাবক ড. বিজন কুমার শীল মনে করছেন, যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন করোনা ভাইরাস (স্ট্রেন) বাংলাদেশে প্রবেশ না করলে আগামী দিনগুলোতে করোনার প্রকোপ কমবে।
আজ (২ জানুয়ারি) বিকেলে তিনি এ সব কথা জানান।
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এ অণুজীব বিজ্ঞানী জানান, বাংলাদেশে যেহেতু হার্ড ইমিউনিটি বেড়ে গেছে, করোনা ভাইরাস গ্রো করার জায়গা পাচ্ছে না। তাই আগামী দিনগুলোতে সংক্রমণ কমবে, যদি না যুক্তরাজ্যের ভাইরাস আমাদের দেশে ঢুকে। নতুন করোনাটি প্রবেশ করলেও বর্তমান হার্ড ইমিউনিটি কাজ করবে। ১০০ ভাগ না হলেও ৯০ ভাগ তো কাজ করবে।
তিনি আরও জানান, করোনা ভাইরাস সংক্রমণ পশ্চিমে বেড়েছে। তবে আমাদের কমে গেছে। এর মূল কারণ হচ্ছে, আমাদের হার্ড ইমিউনিটি বেড়েছে। আরেকটা কারণ হতে পারে, শীতকালে মানুষ ঘর থেকে কম বের হয়। শীতে মানুষ নাক ঢেকে রাখে, সেটা মাস্ক হোক কিংবা মাফলার দিয়েই হোক।