রাজধানীর ওয়ারীর স্বামীবাগে তানিয়া আক্তার (২১) নামে এক তরুণী আত্মহত্যা করেছে।
জানা গেছে, সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে তিনি গলায় ফাঁস দিয়েছে।
আজ(২৪ নভেম্বর) ভোররাতে ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তানিয়ার মামা ইভান বলেন, গতরাতে প্রেমিক হৃদয়ের সাথে মোবাইল ফোনে কথা বলছিল তানিয়া। বাসার সবাই ঘুমিয়ে পড়লে ভোররাতের দিকে শাড়ি দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় তানিয়া। তাকে দ্রুত উদ্ধার করে ঢামেকে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে অন্য কিছু বলতে পারব না। কী কারণে তানিয়া আত্মহত্যা করেছে আমরা জানতে পারিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।