রাজধানীর দক্ষিণ শাহজাহানপুর রেলওয়ে কলোনি এলাকায় পাওনা টাকা চাওয়ায় সুজন হাওলাদার (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
গতকাল(২৫ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটেছে। এ বিষয়টি নিশ্চিত করেন শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল আনছার।
তিনি বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় নিহত সুজনের বাবা বাদী হয়ে ৬জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের মধ্যে শান্তা ও রেনু বেগম নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
নিহতের ভগ্নিপতি মো. শাহিন বলেন, শাহজাহানপুর এলাকার রবু নামে এক যুবকের কাছে ৬০০ টাকা পেত সুজন। কিছুদিন হলেও রবু টাকা ফেরত দিচ্ছিল না। গতকাল টাকা চাইতে গেলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রবু ও তার বন্ধু এরশাদ, ভাই হৃদয়, শান্তা, রেনু ও জসিম তাকে ইট এবং লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি পেটায়। এতে সে মারাত্মক আহত হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউর প্রয়োজন হলে, ঢামেক থেকে শ্যামলী প্রাইম হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছিল। অ্যাম্বুলেন্সে সুজন মারা যান।