রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি বাসায় খন্দকার ফাতিহা নুর (২২) নামে এক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
আজ (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ফাতিহা নুরের ফুফাতো বোন ইফাত আরা এলিট বলেন, তারা উত্তরা ৪ নম্বর সেক্টরের ৭ নম্বর রোডের একটি বাসায় ভাড়া থাকতেন। সে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের স্নাতকে পড়াশোনা করত। মা সাবিনা রোজীর সাথেই থাকতেন, তার বাবা খন্দকার আনোয়ার হোসেন অন্য কোথাও থাকেন।
সকালে মা ঘুম থেকে জেগে দেখতে পান তার একমাত্র মেয়ে গলায় ফাঁস দিয়েছে। তার চিৎকারে আশপাশের লোকজন ও স্বজনেরা এসে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাটি কেন ঘটিয়েছে-তা এখন পর্যন্ত জানা যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবগত করা হয়েছে।