পরকীয়ার জেরে খুনের মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের অর্থ সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের (২০১৪-১৫ সেশন) শিক্ষার্থী তৌফিক আজিজকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রাজশাহীর তাহের হুদা ইউনিয়নের আল আমিন (৩২) নামের যুবককে খুনের দায়ে দীর্ঘদিন আত্মগোপন থাকার পর গত রবিবার (৮ নভেম্বর) আদালতের আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির।
হরিনাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, চাচাতো ভাই বিদেশে থাকায় ভাবির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে ওই যুবক। পরবর্তীতে বিদেশ ফেরত চাচাতো ভাই ও তৌফিক আজিজ মিলে আলামিনকে ডেকে নিয়ে যান। পরদিন তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর থেকে আত্মগোপনে ছিলেন তারা। আলামিনের বাবা বাদী হয়ে এরপর তৌফিক ও তার চাচাতো ভাইয়ের নামে মামলা দায়ের করেন।
এ বিষয়ে রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু জানান, তৌফিককে জড়িয়ে তার গ্রামের বাড়িতে খুনের মামলা হয়েছে।
সে এখন কারাগারে আছে বলে শুনেছি। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থাও নেয়া হবে।