রাজশাহীতে মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি গাড়ি মহাসড়কে উল্টে গেছে।
ফায়ার সার্ভিসের গাড়িচালক এতে গুরুতর আহত হয়েছেন। আরও ৪জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মোটরসাইকেলের চালকও আহত হয়েছেন।
আজ (২০ জানুয়ারি) সকালে রাজশাহী মহানগরীর উপকণ্ঠ পালপাড়া ঢালান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে গাড়িটি পুঠিয়া উপজেলার বেলপুকুর যাচ্ছিল। সেখানে দুর্ঘটনার উদ্ধারকাজে ঘটনাস্থলে যাচ্ছিল। তবে যাওয়ার আগেই রাজশাহী-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় পড়ে ফায়ার সার্ভিসের গাড়িটি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ লিডার মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধারের জন্য গাড়িটি যেহেতু যাচ্ছিল, তাই গতি বেশি ছিল। সাইরেনও বাজছিল। হঠাৎ রাস্তার বামপাশ থেকে একটি মোটরসাইকেল সড়কে উঠে এলে ফায়ার সার্ভিসের গাড়িতে ধাক্কা দেয়।
মোটরসাইকেল আরোহীকে বাঁচানোর চেষ্টা করে ফায়ার সার্ভিসের গাড়ি। কিন্তু গতি বেশি থাকায় ব্রেক করার কারণে গাড়িটি সড়কে উল্টে যায়।
চালক সজিব হোসেন এতে গুরুতর আহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের চালকও। তাকেও রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের আরও ৪জন কর্মী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।