দেশের ১০টি জেলায় রাত পোহালেই প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ শনাক্তে অ্যান্টিজেন পরীক্ষা শুরু হবে। সকাল সাড়ে ১০টায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই কার্যক্রমের উদ্বোধন করবেন।
এই কার্যক্রম চালু হলে মাত্র ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত করা যাবে।
আগামীকাল (০৫ ডিসেম্বর) থেকে দেশের যে ১০টি জেলার সদর হাসপাতালগুলো এই পরীক্ষা শুরু হবে সেগুলো হলো- গাইবান্ধা, পঞ্চগড়, জয়পুরহাট, যশোর, মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী, মুন্সিগঞ্জ, মাদারীপুর ও সিলেট।
প্রাথমিক পর্যায়ে ১০টি জেলার সদর হাসপাতালে অ্যান্টিজেন পরীক্ষা শুরু হলেও পর্যায়ক্রমে দেশের আরটি-পিসিআর ল্যাবরেটরি না থাকা ৩১টি জেলায় সরকারিভাবে এই পরীক্ষা কার্যক্রম শুরু হবে।
১০০ টাকার বিনিময়ে করোনা সংক্রমণের লক্ষণ ও উপসর্গ রয়েছে এমন ব্যক্তিরা শুধুমাত্র পরীক্ষার সুযোগ পাবেন।
অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষার জন্য ইতোমধ্যেই ১০টি জেলার কর্মীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। আনা হয়েছে মানসম্মত কিট।