রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. নিশীথ কুমার পাল গতকাল সকাল ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দেহত্যাগ করেন।
ড. পালের প্রয়াণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি উদ্ভিদবিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণায় প্রয়াতের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে জানান, তার মৃত্যুতে দেশ এক অন্যতম মেধাবী সন্তান ও প্রথিতযশা শিক্ষককে হারালো। মৃত্যু অমোঘ ও অবশ্যম্ভাবী হলেও এই কৃতবিদ্য শিক্ষকের প্রয়াণ আমাদের সবার জন্য অপূরণীয় ক্ষতি।
আগামীকাল রাজশাহীর পঞ্চবটি শশ্মানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে।