বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
তার চিকিৎসক বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মনোয়ারুল কাদির বিটু জানিয়েছন, গত শনিবার হাসপাতালের অধ্যাপক ডা. সোহরাবুজ্জামানের নেতৃত্বে তার হার্টে রিং পড়ানোর মাধ্যমে এনজিওগ্রাম করার পর তিনি অনেকটাই সুস্থতা অনুভব করছেন।
তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়ার প্রস্তুতি চলছে। আগামীকাল তিনি বাসায় ফিরতে পারবেন।
তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানান, স্যার, ল্যাব এইড হাসপাতালের চিকিৎসক, নার্স, স্টাফসহ যারা তার জন্য দোয়া করেছেন, খোঁজখবর নিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।