দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনি সামনে রজনীগন্ধা রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম মো. কালাম (৩৯)। আজ (৩ জানুয়ারি) বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
পার্বতীপুর জিআরপি থানার এসআই আবু সাঈদ বলেন, বেলা ১১টায় কামাল একটি পুরাতন মোটরসাইকেল চালিয়ে রেল লাইন অতিক্রম করছিলেন। রেল ক্রসিং পার হওয়ার সময় লাইনের উপর এসে মোটরসাইকেলটি বন্ধ হয়ে যায়। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ নিয়ে পার্বতীপুর রেল থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। তাছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।