আইসিসি কর্তৃক নিষিদ্ধ থাকার কারণে মাঠের বাইরে থাকতে হয়েছিল।
গত ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়ার পর প্রথম র্যাংকিং আপডেটেই নিজের শীর্ষস্থান ফিরে পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭২ রেটিং পয়েন্টে এগিয়ে রয়েছেন সাকিব।
আজ (বুধবার) দুপুরে সর্বশেষ ওয়ানডে র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে শীর্ষ ৩ স্থানে কোনো পরিবর্তন আসেনি। নিষেধাজ্ঞার আগে শীর্ষে ছিলেন সাকিব, তার রেটিং ৩৭৩, দ্বিতীয় স্থানে থাকা মোহাম্মদ নাবীর চেয়ে ৭২ রেটিং এগিয়ে রয়েছেন সাকিব।
তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস।
আইসিসি ওয়ানডে র্যাংকিং (৪ নভেম্বর ২০২০ আপডেট) ১/ সাকিব আল হাসান (বাংলাদেশ) – ৩৭৩ রেটিং২/ মোহাম্মদ নাবী (আফগানিস্তান) – ৩০১ রেটিং৩/ ক্রিস ওকস (ইংল্যান্ড) – ২৮১ রেটিং৪/ বেন স্টোকস (ইংল্যান্ড) – ২৭৬ রেটিং৫/ ইমাদ ওয়াসিম (পাকিস্তান) – ২৭১ রেটিং৬/ কলিন ডি গ্র্যান্ডহোম (নিউজিল্যান্ড) – ২৬৫ রেটিং৭/ রশিদ খান (আফগানিস্তান) – ২৫৩ রেটিং৮/ মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড) – ২৫১ রেটিং৯/ রবীন্দ্র জাদেজা (ভারত) – ২৪৬ রেটিং১০/ শন উইলিয়ামস (জিম্বাবুয়ে) – ২৩৮ রেটিং