লালমনিরহাটের আদিতমারী উপজেলার বিন্নাগারীতে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই অভিযোগে মোক্তার আলী (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ (১৯ ডিসেম্বর) বিকেলে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ওই বৃদ্ধকে গ্রেফতারের এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটক বৃদ্ধকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গতকাল(১৮ ডিসেম্বর) রাতে উপজেলার ভাদাই ইউনিয়নের বিন্নাগারী গ্রাম থেকে ওই বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী বলেন, বুদ্ধিপ্রতিবন্ধী ওই কিশোরীকে বাড়িতে রেখে গত বৃহস্পতিবার দুপুরে তার মা বাইরে কাজে চলে যান। বাড়িতে একা পেয়ে ডেকে নিয়ে পাশের সুপারি বাগানে ধর্ষণের চেষ্টা চালায় মোক্তার আলী। কিশোরীর চিৎকারে পার্শ্ববর্তী এক নারী ছুটে আসলে অভিযুক্ত পালিয়ে যান। পরে ওই নারী ঘটনাটি কিশোরীর মা ও এলাকার অন্যান্য ব্যক্তিদের জানালে গতকাল সকালে স্থানীয়ভাবে এক সালিশ বৈঠক বসে। সালিশে অভিযুক্ত মোক্তার আলী উপস্থিত না থাকায় শালিসে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা আইনের আশ্রয় নেয়ার কথা জানান।
কিশোরীর মা বাদী হয়ে ওইদিন রাতেই আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আদিতমারী থানা পুলিশ অভিযোগটি আমলে নিয়ে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পায় এবং রাতেই অভিযুক্ত মোক্তার আলীকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বাদী অভিযোগ করায় মোক্তার আলীকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্লীলতাহানির চেষ্টায় গ্রেফতার করা হয়েছে।