আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দেয়া হলেও মানছেন না কেউই।
আজ (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে শতাধিক যুবক বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও ঢাকা মহানগরীর বিভিন্ন অঞ্চলের ব্যানার নিয়ে শহীদ মিনারের প্রবেশ পথে হাজির হন।
হঠাৎ তাদের কয়েকজন শহীদ মিনারে প্রবেশ করতে ধাক্কাধাক্কি শুরু করেন। এতে সেখানে বিশৃঙ্খলা দেখা দেয়। তাদের সামাল দিতে হিমশিম খায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য হট্টগোলকারীদের থামানোর চেষ্টা করলেও তারা ব্যর্থ হন। তারা ধাক্কাধাক্কি করে শহীদ মিনার প্রাঙ্গণে প্রবেশ করেন।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও ঢাকা মহানগরীর বিভিন্ন অঞ্চলের ছাত্রলীগের ব্যানারে এই বিশৃঙ্খলা হলেও এর আগে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।