দেশের নন্দিত অভিনেত্রী আফসানা মিমি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে দায়িত্ব পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আফসানা মিমি।
তিনি বলেন, তাকে ৩ বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। গত ১১ নভেম্বর তার সঙ্গে এই চুক্তি সম্পাদিত হয়েছে।
মিমি জানান, অনেক বড় দায়িত্ব। সঠিকভাবে যেন দায়িত্ব পালন করতে পারি সেই চেষ্টা অবশ্যই করবো। সেইসঙ্গে সবার সহযোগিতা চাই৷