শুটিং করতে করতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।
জানা গেছে, ভারতের মুসৌরিতে ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার শুটিং করছিলেন তিনি। সেখানেই তিনি পেটের সমস্যায় কাবু হয়ে পড়েন।
‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর সুত্রে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ছবিটির বেশ গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলছিল। সেই দৃশ্যের কেন্দ্রে ছিলেন মিঠুন। সকাল থেকেই পেটের সমস্যা শুরু হয়েছিল তার। সিন করতে গিয়ে তা নাকি আরও বাড়ে। প্রবল ব্যথায় কষ্ট পাচ্ছিলেন মহাগুরু। কিন্তু শুটিং বন্ধ হতে দেননি। গোটা সিন শেষ করেন। কিন্তু পরের শটগুলি সেদিন আর দিতে পারেননি তিনি।
পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী আরও জানান, আজকের প্রজন্মের কিংবা আগের প্রজন্মের অভিজ্ঞ কোনও অভিনেতাকে এত ব্যথা সহ্য করে এভাবে শট দিতে দেখেননি।
মিঠুন নাকি তাকে জানান, বিগত কয়েক বছরে এতটা কষ্ট তার কখনো হয়নি। তার অসুস্থতায় শুটিংয়ের কতটা ব্যঘাত হল, সেই খোঁজও নেন পরিচালকের কাছে। তবে শুটিং শেষে সেদিনের মতো বিশ্রাম নিয়ে নাকি তিনি আবার পরদিন শুটিংয়ে ফেরেন। সেটের সকলকে তিনিই শুটিং শুরু করতে উৎসাহ দেন।