ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে ২ মেয়র প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এতে আহত হয়েছেন ২জন। সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন, কাজীপাড়া গ্রামের আমানত আলী (৪৫) ও বালিয়াডাঙ্গা গ্রামের আলাউদ্দিন (৫৫)। আজ বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার খুলনা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটেছে।
ঝাউদিয়া ভোটকেন্দ্র এলাকায় স্বতন্ত্র (আওয়ামীলীগ বিদ্রোহী) মেয়র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।
জানা গেছে, বেলা ১১টার দিকে খুলনা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের কয়েকশ গজ দূরে মাঠের মধ্যে নৌকা ও স্বতন্ত্র ‘জগ’ প্রতীকের সমর্থকদের মাঝে উত্তেজনা শুরু হয়। পরে তাদের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আহত হয়েছেন ২ জন। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে দুপুর ১২টার দিকে ঝাউদিয়া ভোট কেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তৈয়বুর রহমানের গাড়ি ভাঙচুর করে প্রতিপক্ষরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্বতন্ত্র প্রার্থী তৈয়বুর রহমান খান অভিযোগ করেছেন, দুপুর ১২টার দিকে ঝাউদিয়া ভোট কেন্দ্রে গেলে নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে পালিয়ে যায়।