আজ হতে চির-উন্নত হল শিক্ষা গুরুর শির,
সত্যই তুমি মহান নেতা, তুমিই কর্মবীর।
আজকের মাননীয় তথ্য মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা,
ড.হাছান মাহমুদ, এমপি তাঁর কলেজ জীবনের শিক্ষক সুমংগল মুৎসুদ্দি বড়ুয়া স্যারকে সামনে পেলে কদমবুসি করে শ্রদ্ধা নিবেদন করলে, একসময়কার ছাত্র শিক্ষক দু’জনেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
একজন মন্ত্রী কত বড় মনের মানুষ হলে তিনি শিক্ষককে দেখার সাথে সাথে পা জড়িয়ে সালাম করতে পারেন। সত্যি আমাদের এ প্রজন্মের শেখার আছে মাননীয় মন্ত্রীর কাছে।
শিক্ষকের প্রতি সম্মান আজ তাকে সফলতার চূড়ায় নিয়ে এসেছে।