রাজধানীর ফুলবাড়িয়া সুপারমার্কেট-২ এ দোকান ভাড়া দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে কোটি কোটি ঢাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেফতারের দাবি জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ।
আজ(১১ জানুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছেন, সংগঠনের সভাপতি মো. বাহারানে সুলতান বাহার।
এ বিজ্ঞপ্তিতে ভাড়াটিয়া পরিষদের সভাপতি জানান, ফুলবাড়িয়া সুপারমার্কেট-২ এ নকশা বহির্ভূতভাবে ৯১১টি দোকান বানিয়ে দোকানদারদের কাছে লাখ লাখ টাকা নিয়ে তাদেরকে ভাড়া দিয়েছিলেন ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন।
বিভিন্ন কাউন্সিলর ও সিটি করপোরেশনের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী তার সঙ্গে জড়িত ছিলেন। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত সবার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
অবৈধভাবে দোকান ভাড়া দেয়ার এই কর্মকাণ্ডে নিরীহ ভাড়াটিয়াদের কোনও দোষ নেই। তাহলে তারা কেন এর ভুক্তভোগী হবেন? আমরা অবিলম্বে তাদের কাছে থেকে নেয়া অর্থ তাদেরকে ফেরত দেয়া ও পুনর্বাসনের দাবি জানাই। তাছাড়া ভবিষ্যতে যাতে এই কর্মকাণ্ডের যেন পুনরাবৃত্তি না হয়, সে ব্যাপারে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।