বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে কুপিয়ে হত্যার হুমকিদাতা সিলেটের মহসিন তালুকদারকে (২৫) গ্রেফতার করেছে র্যাব।
আজ (১৭ নভেম্বর) দক্ষিণ সুনামগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৯-এর এএসপি কামরুজ্জামান ও সুনামগঞ্জ র্যাব কমান্ডার ফয়সাল আহমেদ গ্রেফতারের এ বিষয়টি নিশ্চিত করেছেন।
দুপুর ১২টার দিকে র্যাব-৯-এর এএসপি কামরুজ্জামান জানান, কিছুক্ষণ আগে সাকিব আল হাসানকে হুমকিদাতা মহসিন তালুকদারকে দক্ষিণ সুনামগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে এখন সিলেটে নিয়ে আসা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।