বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান গতকাল রাতে এক দুঃসংবাদ পেয়েছেন। রাত আনুমানিক ১০ ঘটিকার সময় সাকিবের দাদি রেবেকা নাহার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলে আনুমানিক ৮৬ বছর।
মাগুরা শহরের সাহাপাড়া-কেশবমোড়স্থ নিজ বাস ভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন রেবেকা নাহার। গত মঙ্গলবার ঢাকার নিউরো সাইন্স হাসপাতাল থেকে তাকে মাগুরায় আনা হয়। গতকাল রাতে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।
আজ বাদ যোহর মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠ প্রাঙ্গনে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
সাকিবের বাবা জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বায়ো সিকিউর বাবলে (জৈব সুরক্ষা বলয়) থাকার কারণে, দাদিকে শেষবারের মতো দেখতে মাগুরায় আসতে পারবেন না সাকিব।