বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল ইসলাম মন্টুকে হারিয়ে বিএনপির ধানের শীষের প্রার্থী আলহাজ তোফাজ্জল হোসেন ভুট্টু মেয়র নির্বাচিত হয়েছেন। তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন তিনি।
সজ(১৬ জানুয়ারি) সন্ধ্যায় বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, তোফাজ্জল হোসেন ভুট্টু পেয়েছেন ৭ হাজার ৮১৯ ভোট। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী আশরাফুল ইসলাম মন্টু ভোট পেয়েছেন ৭ হাজার ৩৯৭।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আব্দুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।