কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী (৭৬) আর নেই।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ (১৩ নভেম্বর) ভোর চারটার দিকে জেলা সদর হাসপাতালে তিনি মারা যান।
মোহাম্মদ আলীর মেজ ছেলে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, আজ বিকেল সাড়ে ৪টায় তার নামাজের জানাজা হ্নীলা দরগাহ সিঅ্যান্ডবি মাঠে অনুষ্ঠিত হবে।
এর আগে টেকনাফের হ্নীলার বাড়িতে গুরুতর অসুস্থ হলে তাকে হাসপাতালে নেয়া হয়।
কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন হাসপাতালে ভর্তির আগেই মারা যান মোহাম্মদ আলী।