সাভারের আশুলিয়ায় যৌতুকের টাকা না পেয়ে মারুফা আক্তার নামের (২৫) এক গৃহবধূকে ধারালো ব্লেড দিয়ে সারা শরীর জখমের অভিযোগ উঠেছে স্বামী আজাদের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূকে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল (২০ ডিসেম্বর) সকালে ভুক্তভোগী গৃহবধূর পরিবার এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ৬বছর আগে আশুলিয়ার কুটুরিয়া ধলপুর এলাকার আব্দুর রহমান আজাদের ছেলে শেখ সাদী আজাদের সঙ্গে সাভারের কান্দি ভাকুর্তা এলাকার গোলাম মোস্তফার মেয়ে মারুফা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রীর কাছে বিভিন্ন সময় ৫ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন স্বামী আজাদ।
গত শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে আবারও বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা আনতে বললে অস্বীকার জানায় মারুফা। কিন্তু তার কথায় রাজি না হওয়ায় মারুফাকে ধারালো ব্লেড দিয়ে জখম করে হত্যার চেষ্টা করেন স্বামী আজাদ। এ সময় মারুফার শরীর থেকে রক্তক্ষরণ হয়ে অজ্ঞান হয়ে পড়লে ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যায় আজাদ। স্থানীয়রা মারুফার গোঙানি শুনে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানায়, মারুফার হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে নির্মমভাবে জখম করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা সংকটাপন্ন। গৃহবধূর ওপর এমন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত স্বামী আজাদের বিচার দাবি করেছেন তার স্বজনেরা।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এএসএম কামরুজ্জামান জানান, গৃহবধূকে জখমের ঘটনাটি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।