মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে একসঙ্গে ৩ জমজ শিশুর জন্ম দিয়েছেন শেফালী বেগম নামে এক গৃহবধূ।
সবজি বিক্রেতা মোহাম্মদ জাকারিয়ার স্ত্রী শেফালী বেগম। ওই দম্পতির বাড়ি হবিগঞ্জ জেলার নবিগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ এলাকায়।
জানা গেছে, শেফালী বেগম প্রসব ব্যথা নিয়ে গত বুধবার মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হন। এরপর সন্ধা ৭টা, রাত ১১টা ও সাড়ে ১১টায় একে একে তিনি ৩টি পুত্র সন্তানের জন্ম দেন।
জমজ ৩ শিশুর বাবা মোহাম্মদ জাকারিয়া বলেন, সন্তান জন্মের পর মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের জেনারেল হাসপাতাল নামক একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। বর্তমানে মা ও তার ৩শিশুরা সুস্থ আছেন।
তিনি আরও বলেন, আমার ৩ সন্তানই সুস্থভাবে জন্ম নিয়েছে। যার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই।
চিকিৎসক ডা. তওহীদ জানান, বাচ্চাগুলোর মূল যে সমস্যা তা হলো ওজন কম। নরমাল ওজন হওয়া উচিৎ ২৫শ গ্রাম। এরমধ্যে ২টা বাচ্চার ওজন হচ্ছে ২২শ গ্রাম আর ১টা বাচ্চার ওজন ১৭শ গ্রাম। মা কিছুটা দুর্বল ছিলেন। বাচ্চারাও কিছুটা দুর্বল। আমরা চিকিৎসা দিচ্ছি।