বাংলাদেশে আসার আগে করোনা পরীক্ষা দিয়েই এসেছিলেন। রিপোর্ট নেগেটিভ এসেছিল ওয়েস্ট ইন্ডিজ লেগস্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়রের। গত বুধবার ঢাকায় করোনা ভাইরাস পরীক্ষায় পজেটিভ হিসেবে ধরা পড়েছেন। একবার নয়, দ্বিতীয়বার পরীক্ষাতেও পজেটিভই এসেছে তার।
গত ১০ জানুয়ারি বাংলাদেশে আসার পর থেকে ওয়েস্ট ইন্ডিজের প্রত্যেক খেলোয়াড় আইসোলেশনেই ছিলেন। ফলে তারা কেউ কারও সংস্পর্শে আসেননি। গত বুধবার থেকে অনুশীলনের অনুমতি পেয়েছে ক্যারিবীয়রা। তার আগে করোনা ভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে হেইডেন ওয়ালশ।
হেইডেনের মধ্যে করোনার কোনো উপসর্গ ছিল না। তবে ২বারের পরীক্ষায় যেহেতু পজেটিভ এসেছে, তাই তাকে আরও কয়েকদিন আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ক্যারিবীয় দলের ফিজিশিয়ান ডা. প্রেমানন্দ সিংয়ের তত্ত্বাবধানে চিকিৎসা চলবে এই লেগস্পিনারের।
ফের দলের সঙ্গে যোগ দিতে হলে করোনামুক্ত হয়ে ২টি পরীক্ষা নেগেটিভ হতে হবে হেইডেনকে। আগামী ২০ জানুয়ারি থেকে শুরু ওয়ানডে সিরিজ। ৩ ম্যাচের সিরিজটিতে তাই খেলা হচ্ছে না।
ওয়েস্ট ইন্ডিজ দলের বাকি সদস্যরা সবাই করোনা রিপোর্ট নেগেটিভ হয়েছেন। ১১ দিনের মধ্যে তাদের ৪বার করোনা পরীক্ষা দিতে হলো।